দর্পণ ডেস্ক : ঘরে লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাদর নিয়ে বচসা আর তার জেরেই পুত্রবধূর হাতে মার খেতে হল শাশুড়িকে। সেই ফুটেজ সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া পাড়া এলাকায়।

বেশ কিছুদিন প্রেম করার পর ২০১২ সালে দীপঙ্কর ঘোষের সঙ্গে বিয়ে হয় ফুলিয়া চাঁপাতলা পাড়ার রিঙ্কু ঘোষের। কিন্তু বিয়ের ছয় মাস ঘুরতে না ঘুরতেই শাশুড়ি শঙ্করী ঘোষ, স্বামী দীপঙ্কর ঘোষ ও দেওর শুভঙ্কর ঘোষের নামে বধূ নির্যাতনের মামলা করে রিঙ্কু ঘোষ।

অভিযোগ, স্বামী দীপঙ্কর মারা যাওয়ার পর থেকেই সম্পত্তি ভাগের দাবিতে শাশুড়ির উপর অত্যাচার শুরু করে পুত্রবধূ রিঙ্কু। প্রায়ই তাঁকে মারধর করত। অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগান ছোট ছেলে শুভঙ্কর। আর সেই সিসিটিভি ফুটেজে–ই ধরা পড়েছে পুত্রবধূর হাতে শাশুড়ির মার খাওয়ার দৃশ্য। এই ঘটনার পর শান্তিপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা বৃদ্ধা।

কিন্তু পুলিস কোনওরকম সহযোগিতা না করায় শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হন শঙ্করী ঘোষ। যদিও বউমা রিঙ্কু ঘোষের দাবি, চাদর নিয়ে অশান্তি হয়েছিল ঠিকই, কিন্তু তার সঙ্গে সম্পত্তির কোনও বিষয় নেই এবং তিনি শাশুড়িকে মারধরও করেননি। ওই দম্পতির ৫ বছরের এক কন্যাসন্তানও রয়েছে।