দর্পণ ডেস্ক : আগামী দুই মাস সূর্য উঁকি দেবে না আলাস্কার উকইয়াকবেক শহরে। ২০১৬ সাল পর্যন্ত এ শহরটির নাম ছিল বেরো। কিন্তু পরবর্তীতে ভোটের মাধ্যমে এর নাম পরিবর্তন করে রাখা হয় উকইয়াকবেক। যদিও উকইয়াকবেক পুরোনো নাম। এ শহরটিতে চার হাজার মানুষ বসবাস করে। গত রবিবার তারা শেষবার দেখে ছিল সূর্যোদয় ও সূর্যাস্ত।

বিষয়টি নিয়ে আবহাওয়াবিদ জুডসন জোনস বলেন, ‘উকইয়াকবেক শহরে এটি প্রতি বছরই ঘটে। আপনি যদি আর্কটিক সার্কেলের ওপরের দিকে বসবাস করেন, তাহলে শীতকালে সূর্যবিহীন একটি দিন অবশ্যই পাবেন। তবে ভালো খবর হচ্ছে, গ্রীষ্মকালে কিন্তু এই অবস্থা পুরোপুরি উল্টো, সেসময় সূর্য কয়েকদিনের জন্য অস্ত যায় না।’

শহরটিতে গত রবিবার দুপুর ১টা ৪৩ মিনিটে সূর্য ডুবে যায়। আবার সূর্য উঠবে আগামী বছরের ২৩ জানুয়ারি। এতে টানা ৬৫ দিন কোন সূর্যের দেখা পাবে এই শহরটির মানুষ। তাই প্রতি বছরের মতো এবারও উকইয়াকবেকবাসীকে টানা ৬৫ দিন অপেক্ষা করতে হবে।