দর্পণ ডেস্ক : ময়মনসিংহ জেলার ভালুকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোবারক হোসেন নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত মোবারক হোসেন ডাকাত দলের সদস্য। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মোবারককে আটক করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় মোবারক পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।