দর্পন ডেস্ক : বইখাতা বা কাঠের জিনিসে এক বার উইপোকা ধরলে তা থেকে নিস্তার পাওয়া কঠিন। সাধারণ কোনও কীটনাশকে সাময়িক ভাবে উইপোকা দূর হলেও আবারও তা ফিরে আসে। এর সঙ্গে লড়তে গেলে ধারাবাহিক কিছু অভ্যাস আয়ত্তে রাখতে হবে।
উইপোকা তাড়াবেন যেভাবে-
১. নিম পাতার গন্ধ উইপোকা সহ্য করতে পারে না। নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। বইয়ের আলমারির তাকে, বা কাঠের আসবাবের কোণায় মাঝে মাঝেই ছড়িয়ে দিন নিম পাতা।
২. কর্পূরের গুঁড়ো ও তরল প্যারাফিন মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন, দিন চার-পাঁচ অন্তর তা লাগিয়ে রাখুন যে দেওয়ালে উইপোকার আক্রমণ বেশি।
৩. কালো জিরে যে কোনও কীট দমনে ওস্তাদ। প্রতিটা বইয়ের নানা পাতার ভাঁজে অল্প কয়েকটা কালো জিরে রাখুন। ফল মিলবে হাতেনাতে।
৪. ন্যাপথলিনের বল রেখে দিন বইয়ের আলমারিতে। কাঠের ডেস্কের ভিতর বা আলনার কোণাতেও রাখুন ন্যাপথলিন বল। এর কড়া কীটনাশকের গন্ধ উইপোকাকে ঘেঁষতে দেয় না।
৫. কাগজপত্র দীর্ঘ দিন একই জায়গায় ফেলে রাখবেন না। মাঝে মাঝেই তা নাড়াচাড়া করুন।