দর্পণ ডেস্ক : সাফটা চুক্তির ভিত্তিতে কলকাতায় যাচ্ছে শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ আর কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা অভিনীত ‘ভিলেন’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। ভিলেনের বিনিময়ে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘মেন্টাল’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু খবরটি জানিয়েছেন।

কামাল কিবরিয়া লিপু আরও বলেন, ‘গত রবিবার ‘ভিলেন’ বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সেন্সর হবে। ‘মেন্টাল’ ছবিও কলকাতায় সেন্সরে জমা পড়েছে।

নাচ-গান-অ্যাকশন ও মসলাদারে ভরপুর ‘মেন্টাল’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালের জুলাই ৭ জুলাই। শামীম আহমেদ রনির পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পড়শী, আঁচল, মিশা সওদাগর, পারভেজ চৌধুরী। প্রযোজনা করেছিল বাংলা এক্সপ্রেস ফিল্মস।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে ‘ভিলেন’ মুক্তি পেয়েছে ১২ অক্টোবর (দূর্গা পূজা)। বাবা যাদবের পরিচালনায় ওই ছবিতে অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, ঋত্বিকা সেন। ক্রাইম থ্রিলার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ভিলেন’। প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।