বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে পূর্ব শত্র“তার জের ধরে এক কৃষকের কলার গাছ কর্তন করার সংবাদ পাওয়া গেছে। জানা যায়, মাঝিহট্ট ইউপির মাসিমপুর চালুঞ্জা চন্দ্রপুকুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র জাহিদুল ইসলামের নিজস্ব ১৩ শতাংশ জমিতে লাগানো ৭২টি কলার গাছ গত ১০ নভেম্বর দিবাগত রাতে কে বা কারা পূর্ব শত্র“তার জের ধরে কতৃন। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। ক্ষতিগ্রস্ত পরিবার জানান আনুমানিক ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য যে, বিগত চার মাস পূর্বে একই ভাবে ঐ জমির কলার গাছ কর্তন করা হয়েছিল।