দর্পণ ডেস্ক : প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। এ ম্যাচের ৪১ মিনিটে গোল করেন মোহামেদ সালাহ। এরপর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে গোল করেন শাকিরি। তাদের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল।
এছাড়া আর্সেনাল নিজ মাঠে ওলভারহাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। বিরতির আগে ১৩ মিনিটে গোল করে ১-০ তে এগিয়ে যায় ওলভারহাম্পটন। বিরতির পর আর্সেনাল ৮৬ মিনিটে গোল করলে খেলা ১-১ এ শেষ হয়।
অন্যদিকে ঘরের মাঠে চেলসি এভারটনের সাথে গোল শূন্য ড্র করেছে। পুরো ম্যাচে কোন দলই গোল করতে পারেনি। ফলে ০-০ তে ম্যাচটি শেষ হয়।