দর্পণ ডেস্ক : ঘটনাটি ঘটে ফিলিপাইন এয়ারলাইনসের একটি বিমানে। আকাশে উড়ছে বিমান। আর সেই বিমানে নিজের দায়িত্ব পালন করছেন প্যাট্রিশা ওরগানো। এমন সময় শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে সেখানেই মানবিকতার অন্য নজির গড়লেন তিনি। যার জন্য তাকে অভিবাদন জানান অনেক মানুষ।

ফিলিপাইনের একটি শিশু বিষয়ক গণমাধ্যমে বলা হয়, বিমানটি আকাশে উড়ছিল। এমন সময় এক শিশুর কান্নার শব্দ শুনতে পান প্যাট্রিশা। তিনি খোঁজ নিয়ে দেখেন, শিশুটি খিদের জ্বালায় কাঁদছে। তার মা সমস্যায় ছিলেন। কারণ শিশুটির জন্য আনা ফর্মুলা মিল্ক অর্থাৎ ‘টিনের দুধ’ শেষ হয়ে গেছে। প্যাট্রিশা তৎক্ষণাৎ শিশুটির মাকে জানান, তিনি শিশুটিকে স্তন্যপান করাতে চান। অনুমতি পেলে শিশুটিকে নিয়ে স্তন্যদান করেন প্যাট্রিশা।

এই বিমানবালা তার ফেসবুকে লেখেন, সেই সময়ে বিমানেই তার মূল্যায়ন চলছিল প্রোমোশনের জন্য। তিনি সেই কাজ রেখে শিশুটিকে স্তন্যপান করান। তিনি জানিয়েছেন, প্রোমোশনের কথা মাথায় রেখে এমনটি করেননি। এটা একান্তই মাতৃত্বের ভালোবাসা বোধ থেকে উঠে এসেছে।