
দর্পণ ডেস্ক : ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ডার্বিতে দিয়েছিল দারুণ রোমাঞ্চকর লড়াইয়ের আভাস। সাবেক বার্সেলোনা ও রিয়াল কোচ দু’দলের ডাগ আউটে থাকায় লড়াইটা আলাদা গুরুত্বও পেয়েছিল। কিন্তু পেপ গার্দিওয়ালা বুঝিয়ে দিলেন তিনি স্বঘোষিত স্পেশাল ওয়ান নন। তিনি প্রকৃত স্পেশাল ওয়ান। তার দল যে মরিনহোর ম্যানইউকে ৩-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে।
ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল ম্যানসিটি। বল দখল নিয়ে দারুণ ফুটবল খেলতে থাকেন আগুয়েরো, ডেভিড সিলভারা। পেপের চিরচেনা তিকিতাকার কৌশল অনুযায়ী, বল পায়ে রেখে ছোট পাসে খেলা সাজায় সিটি। ম্যাচের ৬৫ ভাগ বল ছিল তাদের দখলে। আক্রমণও করেছে বেশ কিছু। ম্যাচের ১২ মিনিটে ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় পেপ গার্দিওয়ালার ম্যান সিটি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন আগুয়েরো। তার গোলে ২-০ গোলে লিড নেয় সিটি।
এরপরই ঘুরে দাঁড়ায় মরিনহোর ম্যানইউ। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা ফ্রান্স তরুণ অ্যান্তোনিও মার্সিয়াল গোল করে ব্যবধান কমান। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। কিন্তু এর আগে বা পরে ম্যানইউ ভালো কোন সুযোগ তৈরি করতে পারেনি। গোলের লক্ষ্যে মরিনহোর শিষ্যদের শট ছিল ওই একটিই। এছাড়া গোলের বাইরে আরও একটি শট নিতে পারে তারা।
অবশেষে স্বাগতিক ম্যানসিটি ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে।