দর্পণ ডেস্ক : ১২ বছর আগে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে কোমায় চলে যান ওয়াং শুবাও। এক দশকের বেশি সময় দিনরাত তার মা অপেক্ষায় দিন পার করেছেন, এই বুঝি শুবাও জেগে উঠবেন।
জীবনের সমস্ত সঞ্চয় খরচ করার পর ধার করেছেন আরো ১৩ হাজার পাউন্ড। তবু হাল ছাড়েননি। মায়ের ভ্যালোবাসা আর চরম স্নেহের কাছে ‘কোমাকে’ হার মানতেই হলো । আর হটাৎ জেগে উঠে শুবাও প্রথমে দেখতে পান তার মা নিরবে চোখের পানি ফেলে তাকে আদর করছেন। যেন মায়ের এই জাদুকরী স্পর্শে মৃত্যু জীবন ফিরে পেল।
২০০৬ সালে চীনের শ্যাংডনে শোগুয়াং এর একটি সড়কে ৩৬ বছরের শুবাও সড়ক দুর্ঘটনায় পড়েন। তার বাবা মারা যাওয়ায় কোমায় চলে যাওয়া শুবাও’এর সমস্ত ভার পড়ে ওয়েই’এর ওপর। ছেলের চিকিৎসার খরচ যোগাতে গিয়ে এতই অভাবে পড়ে যান ওয়েই যে মাসের পর মাস কিছু না খেয়েই পার করে দেন।
অক্টোবরের শেষ দিকে সত্যি সত্যিই শুবাও জেগে মায়ের দিকে হাসিতে তাকিয়ে থাকেন। এখনো কথা বলতে না পারলেও মা’কে ঠিক চিনতে পারছেন শুবাও। ওয়েই বিশ্বাস করেন একদিন শুবাও মা’ বলে ডেকেও উঠবেন।