দর্পণ ডেস্ক : ভারতের দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র আবারো এসেছেন মিডিয়ার কেন্দ্রবিন্দুতে। প্রথমবার পুরোবিশ্বকে তার চোখের ইশারায় নাচিয়েছিলেন আর নতুন করে আবার মাতাচ্ছেন ভারতীয় সাজে নিজেকে সাজিয়ে।

একটি অনুষ্ঠানে তোলা প্রিয়ার এই ছবি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। হইচই পড়ে গেছে ভক্ত-দর্শকদের মাঝে। ছবিতে সোনালি রঙের পোশাকের সঙ্গে জমকালো কানের দুল পরা প্রিয়াকে দেখে মুগ্ধ অনেকেই। নতুন লুকে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন প্রিয়া। যেখানে একেবারে ভারতীয় লুকে দেখা যায় তাকে।
মালায়লম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি দৃশ্যের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন প্রিয়া প্রকাশ। ওই সিনেমার একটি গানে অভিনেতা রওশন আবুল রউফের সঙ্গে তার রসায়ন নিয়ে তুমুল জনপ্রিয়তায় তিনি ভাসছেন।