দর্পণ ডেস্ক : আজ শুক্রবার সকালে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে আফরোজা বেগম (৫৫) নামে এক প্রতিবন্ধী নারী ট্রেনে কাটা পরে নিহত হয়েছেন।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, সকালে লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে ধাক্কায় গুরুতর আহত হন আফরোজা। তাকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।