দর্পণ ডেস্ক : বোর্ডবাজার এলাকায় দ্বীন মোহাম্মদ নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় আহত অবস্থায় শিশুটিকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তার বাবা জানান, ‘গত ছয় মাস ধরে স্থানীয় বাইতুল উলুম মাদ্রাসার শিক্ষক দ্বীন মোহাম্মদ আমার মেয়েকে বাসায় এসে আরবি পড়াতেন। বুধবার সন্ধ্যায় আমার স্ত্রী পাশের ফ্ল্যাটে যান। এই সুযোগে দ্বীন মোহাম্মদ আমার মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান। মেয়ের চিৎকারে আমার স্ত্রী এসে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎক ডা. মাসুদ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধর্ষণের আলামত পেয়েছি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’