দর্পণ ডেস্ক : ১৮ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জেতার পরের দিনের সকালটা যেমন হতে পারে, গতকাল রোজ ভিউ হোটেলে ঠিক তেমনই একটা সকাল কাটলো জিম্বাবুয়ের ক্রিকেটাররা। জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত জানালেন, সিলেটে জেতার পর এখন ঢাকায় জিতে সিরিজ জেতাটাই তাদের লক্ষ্য।
জয়ের পর সন্ধ্যাতেই সিকান্দার রাজা গিয়েছিলেন হজরত শাহজালাল (র.)-এর মাজারে। কাল হোটেলের লবিতে আলাপের সময় জানালেন, ‘এখানে আসার আগেই জেনেছিলাম এই সাধক পুরুষের ব্যাপারে। পরে ইন্টারনেটে আরো খোঁজখবর নিয়ে বিস্তারিত জানতে পেরেছি।’ জয়ের পর যাওয়াটা পরিকল্পিত ছিল কিনা, এই ব্যাপারে তার উত্তর, ‘না জিতলেও যেতাম। আমার ধর্ম বিশ্বাসের সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। তবে গিয়ে ভালো লেগেছে, খুব শান্তি মনে হয়েছে।’
বেশ কয়েক দান তাস খেলার পর দুপুরের খাবারে পিত্জা জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েন সিকান্দার। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকারের চাইতে অনেক বেশি কষ্টই নাকি তাকে করতে হয়েছে এজন্য! ক্রিকেটাররা যখন পিত্জায় কামড় বসাবার অপেক্ষায়, তখন হোটেল ছাড়ছেন আম্পায়ার ও ম্যাচ রেফারিরা।
সকালের ফ্লাইটেই মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহসহ আট ক্রিকেটার চলে গেছেন ঢাকায়। বাকিরা কোচের সঙ্গে অনুশীলনে মাঠে। কারণ তাদের মাথায় যে ঢাকায় জিতে সিরিজ বাঁচানোর চিন্তা!