দর্পণ ডেস্ক : কৃষ্টি ডেভিডসন কারারক্ষী থাকা অবস্থায় ভালোবাসেন এক কয়েদিকে। কয়েদির নাম জেমি বান্টিং। ৩১ বছর বয়সী জেমি বান্টিং স্কটল্যান্ডের বাসিন্দা।

জেলের মধ্যেই দু’জনের ভালোবাসা গড়ে ওঠে। ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। ভালোবেসে তার সঙ্গে হারিয়ে যেতে চান অনেক দূরে। তাই সে স্বপ্ন বাস্তবায়ন করতে কারারক্ষীর চাকরিটাই ছেড়ে দিয়েছেন তিনি।

চলতি বছরের জুলাই মাসে জেল থেকে পাওয়ার কিছু দিনের মধ্যেই চাকরি ছেড়ে দেন কৃষ্টি। তখনই সবার মনে সন্দেহ দেখা দেয়। এরপরই তারা বেড়াতে যান তুরস্কে। সোশ্যাল মিডয়াতে আপলোড করা ছবি দেখে সবাই নিশ্চিত হয় যে তারা এখন চুটিয়ে প্রেম করছে।