দর্পণ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ থেকে জিয়াউর রহমান (২০) নামে এক টমটমচালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দু’দিন পর আজ শুক্রবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একটি কালভার্টের নিচ থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। জিয়াউর রহমান একই এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।
নিহতের পরিবার থেকে জানা যায়, চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জিয়াউর। ৭নং ওয়ার্ড কচুবনিয়ার কালভার্টের নিচে তার মৃতদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেন স্থানীয়রা।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখ ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।