দর্পণ ডেস্ক : এক অনুসন্ধানকারী দল প্রশান্ত মহাসাগরের গভীরে এক আশ্চর্য অঞ্চলের সন্ধান পায়। দলের সদস্যরা লক্ষ করেন, অতি ভয়ঙ্কর অসংখ্য অবয়ব মাইলের পরে মাইল জুড়ে অবস্থান করছে। গবেষকরা এই অঞ্চলটির নাম দিয়েছেন ‘দুঃস্বপ্নের বাগান’।
অনুসন্ধানে দেখা যায়, ৪.৫ মাইল ব্যাপী এই ‘বাগান’ মূলত সৃষ্টি হয়েছে প্রচন্ড গরম অগ্নিয়গিরি থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ‘বাগান’ আবিষ্কারের মাত্র কয়েক মাস আগে এক আগ্নেয়গিরির বিস্ফোরণে উঠে আসে লাভা। তাদের মতে, এই অগ্ন্যুৎপাত ছিল বিপুল। প্যাসিফিক মেরিন এনভায়রনমেন্টাল ল্যাবরেটরির গবেষকদের মতে, এই বিস্ফোরণ এখনও পর্যন্ত জানা গভীরতম অঞ্চলের বিস্ফোরণ। ঠান্ডা জলের স্পর্শে এই গরম লাভা গুলো ক্রিস্টালে পরিণত হয়ে ব্যক্ত হয়ে যায়।
বিশ্বের গভীরতম অগ্ন্যুৎপাতের উদাহরণ এখন এই ‘দুঃস্বপ্নের বাগান’। গবেষক দলের প্রধান বিল চাডউইক জানিয়েছেন, গত ৩০ বছরে ডুবো অগ্নেয়গিরির সন্ধান পাওয়া গিয়েছে ৪০টি। তবে, প্রশান্ত মহাসাগরের এটি তাদের মধ্যে বৃহত্তম।