দর্পণ ডেস্ক : ইংলিশ ক্লাব লিস্টার সিটির মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভা মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে লিস্টার সিটি কর্তৃপক্ষ। গত শনিবার রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হন শ্রীবদ্ধনপ্রভা। বিধ্বস্ত হওয়া সে হেলিকপ্টারে শ্রীবদ্ধনপ্রভার সঙ্গে ছিলেন তার দুই সহকারী নুরসারা সুকনামারি, কাভেপোর্ন পুনপারে ও হেলিকপ্টার চালকের স্ত্রী ইজাবেলা রোজা লেচোভিচ। হেলিকপ্টার চালক এরিক শ্যাফারসহ আরোহীদের সবাই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

গত শনিবার লিস্টার সিটি ও ওয়েস্টহ্যামের ম্যাচ দেখে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শ্রীবদ্ধনপ্রভা নিজেদের মাঠ কিং পাওয়ারে নিয়মিত খেলা দেখতে আসতেন।

১৩ ঘণ্টার কষ্টকর ভ্রমণ শেষেই আসতেন নিজ দলের খেলা দেখতে। খেলা দেখেই তিনি উড়ে যেতেন থাইল্যান্ডে। ২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিস্টার সিটির মালিকানা কিনে নেন ভিচাই শ্রীবদ্ধনপ্রভা। ফোর্বস সাময়িকীর জরিপ অনুসারে থাইল্যান্ডের পঞ্চম ধনী ব্যক্তি তিনি। সম্পদের পরিমাণ ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। ২০১৭ সালে তিনি বেলজিয়ামে ওএইচ ল্যুভেন নামের আরেক ফুটবল ক্লাবের মালিকানা গ্রহণ করেন। ২০১৫-১৬ মৌসুমে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের মতো বড় বড় দলকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নেয় লিস্টার সিটি।