দর্পণ ডেস্ক : ইঞ্জিন ছাড়াই চলবে ট্রেন ভারতে। তাও ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে। সোমবার এই ট্রেনটি চালু হচ্ছে। ট্রেনটি তৈরি করতে খরচ পড়েছে ১০০ কোটি রুপি। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

এতে বলা হয়, আন্তঃনগর এই ট্রেনটির কোড নাম দেয়া হয়েছে ‘ট্রেন ১৮’। ভারতীয় রেললাইন বিষয়ক জেনারেল ম্যানেজার এস মানি সংবাদ সংস্থা আইএএনএস’কে বলেছেন, এটি সোমবার থেকে চালানোর পরিকল্পনা রয়েছে। দুই মাস সময়ে দুই থেকে তিনটি সেক্টরের মধ্যে পরীক্ষামূলকভাবে চলবে এ ট্রেন। যদি ফল সন্তোষজনক হয় তাহলে এ ট্রেনটিকে যাত্রীসেবায় ব্যবহার করা হবে। যদি তা করা যায় তাহলে ভারতীয় রেল নেটওয়ার্কে শতাব্দী এক্সপ্রেস ট্রেনের স্থানে এই ট্রেন-১৮কে চালানো হবে।

ট্রেন-১৮’তে থাকবে বিশ্বমানের সুবিধা। আছে স্বয়ংক্রিয় দরজা। ভেতরে আছে ওয়াইফাই সুবিধা, যাত্রীদের জন্য জিপিএসভিত্তিক তথ্য সিস্টেম। আছে মডুলার টয়লেট, যেখানে আছে বায়ো-ভ্যাকুয়াম সিস্টেম। হ্যালোজেনমুক্ত রাবারের ওপর রাবারের মেঝে। আছে ঘূর্ণায়মান আসন। যাত্রী তার চলার পথে প্রয়োজনমতো তা ঘুরিয়ে নিতে পারেন। বিকলাঙ্গদের জন্য রয়েছে তাদের উপযোগী টয়লেট।

ট্রেন-১৮ পুরোপুরি তৈরি করা হয়েছে ভারতে। চেন্নাইয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এমন আরো ট্রেন তৈরির পরিকল্পনা রয়েছে। ইঞ্জিনবিহীন এই ট্রেনের বডি তৈরি হবে মরিচাপ্রতিরোধী স্টিলে। আর পুরো ট্রেনটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। এটি হবে ১৬টি চেয়ার-কার টাইপের কোচ। যার মধ্যে দুটি কোচ থাকবে এক্সিকিউটিভ চেয়ার কার। আর ১৪টি থাকবে নন-এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। এক্সিকিউটিভ চেয়ার কার কোচে আসন থাকবে ৫৬টি। নন এক্সিকিউটিভ চেয়ার কার কোচে থাকবে ৭৮ জন যাত্রীর সংস্থান।