দর্পণ ডেস্ক : গত বছরের ২৫ অক্টোবর দিনাজপুরের গড় তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আর এ বছরের একই দিনে সে তাপমাত্রা কমে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত কমতে থাকায় রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় এবার নির্দিষ্ট সময়ের দুই মাস আগেই এসেছে শীতের আগাম বার্তা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, মেঘে ঢাকা পড়ে যাচ্ছে দেশের উত্তরাঞ্চল। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তবে কনকনে শীত আসতে এখনো বেশ বাকি আছে। বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের মৌসুম ধরা হয়। কিন্তু সাম্প্রতিককালে এই সমীকরণ পাল্টে গেছে। এই তিন মাস মিলে শীতকাল হলেও গত কয়েক বছর অক্টোবরের শুরু থেকেই আসতে শুরু করছে শীতের আমেজ। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বলে বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে সূর্যের রশ্মি তির্যকভাবে পড়ে। ফলে কমতে থাকে তাপমাত্রা, অনুভূত হয় শীত।

আবহাওয়া বিজ্ঞানীদের মন্তব্য, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি নিচে নেমে গেলে ব্যতিক্রমী আবহাওয়া লক্ষ্য করা যায়। এবার শীতের তীব্রতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। ভয়াবহ শীত পড়বে দেশে। গত বছরের ৮ জানুয়ারি ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল তাপমাত্রা। এবার তা আরও কমে আসতে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা একমত।