দর্পণ ডেস্ক : আজ শুক্রবার বেলা ১১টায় বৈদ্যুতিক সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা খাতুন (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের দিনমজুর আব্দুর রশিদের মেয়ে ।

পরিবার জানায়, সাপ্তাহিক ছুটির কারণে স্কুল বন্ধ থাকায় রাশেদা বড় বোনের কর্মস্থলে দেখা করতে যায়। তার বড় বোন বিউটি খাতুন একই এলাকার মোহাম্মদ তবারক আলীর মুরগির ফার্মে দিন মজুরের কাজ করে।বড় বোন তাকে ফার্মের বিদ্যুৎ লাইনের সুইচ দিতে বললে বড় বোনের কথামতো রাশেদা বিদ্যুৎ বোর্ডে বিদ্যুতের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়।

তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ হিল কাফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান।