দর্পণ ডেস্ক : রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করতে যাচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও। চলতি সপ্তাহে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পদ্ধতি এস-৪০০ রাশিয়ার কাছ থেকে ক্রয়ের ব্যাপারে চুক্তি করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র এর আগে হুমকি দিয়েছিল, রাশিয়ার কাছ থেকে কোনো দেশ অস্ত্র ক্রয় করলে তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কারণ যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ৪ থেকে ৫ অক্টোবর ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তখনই দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা। এনডিটিভি।