দর্পণ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শৈশবের স্বপ্নকে সত্যি করতে হংকং ক্রিকেটার। হংকং ক্রিকেট দলের উইকেট রক্ষক ও ডানহাতি ব্যাটসম্যান ক্রিস্টোফার কার্টার এ সিদ্ধান্ত নেন।
২১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান সম্প্রতি তিন ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
সংবাদ সংস্থা ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে তিনি বলেন, ক্রিকেটের কারণে ইতিমধ্যে আমার পড়াশুনা ২ বছর স্থগিত ছিলো। কিন্তু আর সেটা করতে চাই না। আমি যেটা সব সময় করতে চেয়েছি, হতে চেয়েছি তাই করব।
তিনি আরও বলেন, হংকংয়ে একজন ক্রিকেটার হয়ে থাকা খুবই কঠিন কাজ। কেননা হংকংয়ের ক্রিকেট বোর্ড আর্থিকভাবে সচ্ছল না। আমাদের টাকা দিতে তারা হিমশিম খেয়ে যায়।
২০১৫ সালের নভেম্বরে হংকংয়ের জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় এ ক্রিকেটারের। এ পর্যন্ত ১১টি ওয়ানডে ও ১০টি টি-২০ খেলেছেন কার্টার। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও খেলেন তিনি।