দর্পণ ডেস্ক : অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৭ গোল দিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়াম যেন বাংলাদেশের মেয়েদের গোল বন্যার মাঠ। হোক অনূর্ধ্ব-১৬ দল কিংবা, অনূর্ধ্ব-১৮ দল। গত মাসে অনূর্ধ্ব-১৬ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

অনূর্ধ্ব ১৮ সাফে এক মাসের ব্যবধানে বাংলাদেশের কাছে পাকিস্তানকে হজম করতে হলো ১৭ গোল। পাকিস্তানী মেয়েরা কোন গোল করতে পারেনি। এখন পর্যন্ত এটাই বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় জয়।

পাকিস্তানের জালে খেলার প্রথমার্ধেই ৮ গোল দিয়ে দেয় সিরাত-শিউলিরা। এই আট গোলের ৪টি করেন সিরাত জাহান, মার্জিয়া করেন ৩টি ও শিউলি আজিম করেন ১টি গোল।
প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে নেমে যেন দ্বিগুণ আক্রমণ বাড়িয়ে দেয় লাল-সবুজের মেয়েরা। শেষ অর্ধেকে গোল আসে আরও ৯টি।

সিরাত একাই করেন ডবল হ্যাট্রিক (৭ ) গোল। দ্বিতীয়ার্ধে সিরাত জাহান গোল করেন আরও ৩ গোল। এছাড়াও হ্যাট্রিক করেন মারজিয়া (৪গোল)। ২টি গোল আসে শিউলির শট থেকে।
এছাড়াও ১টি করেন গোল করেন তহুরা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি এবং আখি খাতুন।

গোলবার লক্ষ্য করে নেওয়া মোট ২৫টি শটের মধ্যে বাংলাদেশের মেয়েরা কাজে লাগাতে পেরেছে ১৭টি শট।