দর্পণ ডেস্ক : স্টারকিডরা রুপালি পর্দায় পা না রাখতেই জনপ্রিয়তা তাদের পেয়ে বসে। শাহরুখপুত্র আব্রাম বা সাইফপুত্র তৈমুররা তো জন্মের পর থেকেই জনপ্রিয়। জনপ্রিয় সাইফকন্যা সারা আলী খান বা শ্রীদেবীকন্যা জাহ্নবী। আরো একজন অনেক আগে থেকেই জনপ্রিয়, তবে তাঁকে এ দেশের অনেকেই চেনেন না।
এর আগেও তাঁর অনেক ছবিই ভাইরাল হয়েছে। এই তারকাকন্যা আর কেউ নন, সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত। ২০১কে ফলোয়ারের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রায়ই ছবি পোস্ট করেন এই স্টারকিড। সম্প্রতি তাঁর একটি ছবি সোশাল মিডিয়ায় আলোড়ন তুলেছে।
সাদা একটি বিকিনি পরা অবস্থায় ছবিটিতে তাঁকে দেখা যাচ্ছে । তার ওপর চড়িয়েছেন একটি ফিনফিনে সাদা কভার-আপ। স্টাইলিশ সানগ্লাসে লাস্যময়ী সঞ্জয়কন্যা ত্রিশলা।