দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি: ইলিশ রক্ষায় জেলে গ্রামে ইকোফিস প্রকল্পের উদ্দ্যেগে কলাপাড়া উপজেলার লালুয়া, চাকামইয়া, নীলগঞ্জ, মহীপুর এবং লতাচাপলী ইউনিয়নের ১১টি গ্রামে ১৪টি মহিলা সঞ্চয় দল গঠন করা হয়েছে। যার সদস্য সংখ্যা ৪০৫ জন। উদ্দেশ্য হল নিজস্ব তহবিল গঠন এবং ওই তহবিল থেকে নিজেদের মধ্যে নাম মাত্র সুদে জেলে পরিবারের মধ্যে ঋন বিতরন করা। যাতে উক্ত ঋন দিয়ে তারা আয় মূলক প্রকল্প গ্রহনের মাধ্যমে পরিবারের আয় বড়াতে সক্ষম হবে। এবং জেলেরা সরকারের আইন মেনে মা ইলিশ ধরা থেকে বিরত থাকে ও আবরোধ পালন করে। এছাড়া অবৈধ জাল ব্যবহার থেকে ও জেলেদের বিরত রাখতে এই প্রকল্প গ্রহন করা হয়েছে।

প্রতিটি দল প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার টাকা করে সঞ্চয় জমা করার পর প্রতিটি দলকে ইকোফিস প্রকল্প থেকে ২৫ হাজার টাকা করে ম্যাচিং ফান্ড হিসেবে প্রদান করেন যাহা অফেরত যোগ্য। এ পর্যন্ত ১৪ টি দলের সঞ্চয় জমা হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৮২৫ টাকা এবং ইকো ফিস প্রকল্প থেকে দেয়া হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। ১৪টি দলের মোট তহবিল হয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৮২৫ টাকা। উক্ত তহবিল থেকে ইুতমধ্যে ১৩৬ জন সদস্যকে ৮লাখ ৭৭ হাজার টাকা ঋন প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি মহিলা দলের নিজস্ব নামে ব্যাংক হিসাব আছে যা তারা যা তারা নিজেরাই পরিচালনা করেন। ইকোফিস থেকে নথিপত্র লেখা ও রক্ষনা বেক্ষন বিষয়ে সমিতির নেতৃদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এমনকি নথিপত্র প্রকল্প থেকে সরবরাহ করা হয়েছে যাহা সংগঠনে থাকে। এছাড়া সভ পরিচালনা, ব্যাংকে টাকা জমা ও উত্তোলনের কাজ নিজেরাই করেন।কোডেক ইকেফিস প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মীরা তাদেরকে সহযোগীতা করে থাকেন। প্রকল্প না থাকলেও তারা তাদের সাংগঠনিক কাজ চালিয়ে যেতে পারেন। উল্লেখ্য ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ড ফিস এর ব্যবস্থাপনায় মৎস্য অধিদপ্তরের ইকেফিস প্রকল্পটি মে ২০১৫ থেকে কলাপাড়া উপজেলায় কাজ করচ্ছেন। মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে কোডেক ইকোফিস প্রকল্প।