দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ল্যাকটেটিং মাদার হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগী ৩৫০ প্রসূতি ও মা এ ক্যাম্পে অংশগ্রহণ করেন। কর্মজীবী মহিলাদের হেল্থ ক্যাম্পে অংশগ্রহণকারী মায়েদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হয়।

বিতরণ করা হয় একটি করে লাইফবয় সাবান ও খাবার স্যালাইন। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন মেডিকেল অফিসার মো. রেফায়েত হোসাইন। এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, শহর সমাজসেবা কর্মকর্তা জিয়া মির্জা, একাডেমিক সুপারভাইজর মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার। তিনি বলেন কলাপাড়ায় দু’টি পৌরসভায় ৬৫০ প্রসূতি ও দুগ্ধপোষ্য শিশুর মা ২০১৭ সালের জুলাই মাস থেকে ফি মাসে পাঁচ শ’ টাকা করে ভাতা পাচ্ছেন। মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ সভায় কলাপাড়া পৌরসভার ৩৫০ সুবিধাভোগী ল্যাকটেটিং মা অংশ নেয়। সহকারী স্বাস্থ্য পরিদর্শক জুলিয়া নাসরিন জানান, নিরাপদ প্রসবকরন কার্যক্রমে সফলতা অর্জনে এ কর্মসূচি সহায়ক হিসেবে কাজ করবে। সচেতনতা বাড়বে প্রসূতি ও দুগ্ধপোষ্য মায়েদের।