দর্পণ ডেস্ক :
দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) শুক্রবার জানিয়েছে, তাদের নির্বাহী বোর্ড ২০২২ সালের ‘ইয়ুথ অলিম্পিক গেমস’ আয়োজনের জন্য সেনেগালকে নির্বাচিত করেছে।
প্রথম আফ্রিকান দেশ হিসেবে অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে সেনেগাল।
নির্বাহী বোর্ডের পছন্দের তালিকায় সেনেগাল ছাড়াও বোতসোয়ানা, নাইজেরিয়া ও তিউশিয়ার নামও ছিল। তবে অবশেষে আয়োজনের টিকেটটা সেনেগালের ভাগ্যেই পড়েছে।
আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ বলেন, এবার আফ্রিকার সময়। আফ্রিকা বহু সফল ও বিখ্যাত অলিম্পিক ক্রীড়াবিদের জন্মস্থান। আফ্রিকা তরুণদের একটি মহাদেশ।
নির্বাহী বোর্ড থেকে নির্বাচিত হলেও সেনেগাল অলিম্পিক আয়োজনের আনুষ্ঠানিক অনুমোদন পাবে আগামী মাসে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় আইওসি’র বৈঠকে।
সেনেগাল তাদের রাজধানী দাকার, দিয়ামনিয়াদিও ও স্যালি শহরে ‘সামার ইয়ুথ গেমস’-এর আয়োজন করবে। এর আগে এই বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘উইন্টার অলিম্পিকস’-এর সময় আইওসি’র সর্বসম্মত ভোটে সেনেগালকে অলিম্পিক আয়োজনের জন্য মনোনীত করা হয়। আল জাজিরা।