দর্পণ ডেস্ক :
মুসলিম ব্রাদারহুডের ৭৫ জন নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন মিসরের আদালত। কারাদণ্ড দেয়া হয়েছে আরো ৬০০ জনকে। শনিবার দেশটির একটি আদালত এ রায় দেন। রয়টার্স।
২০১৩ সালের মিসরের রাজধানী কায়রোতে বিক্ষোভে অংশ নেয়ার দায়ে এদের দণ্ড দেয়া হয়। সেই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শত শত বিক্ষোভকারী নিহত হন।
রাবা আদাওয়ার বিক্ষোভ নামে পরিচিত ওই বিক্ষোভে অংশ নেয়ার দায়ে ৭০০ ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হয়েছিল। শনিবারের রায়ের মধ্য দিয়ে এ বিচার শেষ হলো।
সরকারের দাবি বিক্ষোভের সময় সশস্ত্র হামলা চালিয়েছিল ব্রাদারহুড কর্মীরা। এতে ৮ জন পুলিশ সদস্য মারা যায়।
অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, এই রায় একটি গর্হিত রায়। ওই বিক্ষোভে ৮শ’রও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছিলেন। হিউম্যান রাইটস ওয়াচ এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করে আসছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.