Britain Cricket - South Africa Press Conference - The Oval - June 10, 2017 South Africa's AB de Villiers during the press conference Action Images via Reuters / John Sibley Livepic EDITORIAL USE ONLY. - RTS16GWB

দর্পণ স্পোর্টস ডেস্ক
আগামী ১৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে নতুন টি-২০ ফ্র্যাঞ্চাইজি লীগের যা চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই টি-২০ আসরে নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সকে। এ টুর্নামেন্টের অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে তাকে। আসরটির অফিশিয়াল টুইটারে এক বার্তায় একথা নিশ্চিত করেছেন ভিলিয়ার্স নিজেই।
খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে দেখা যাবে না ডি ভিলিয়ার্সকে। কারণ তিন মাস আগে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে ঘরোয়া টি-২০ চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন এ আফ্রিকান তিনি। এর মধ্যে তাকে শুধু দেখা যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকার টি-২০ টুর্নামেন্টে। মঙ্গলবার আমিরাতের এই টুর্নামেন্টের অফিসিয়াল পেজে বলেন, এ টুর্নামেন্ট নিয়ে আমি খুব বেশি উত্তেজিত। কারণ আমি দেখার অপেক্ষায় রয়েছি এ টুর্নামেন্ট তরুন, উদীয়মান ক্রিকেটারদের জন্য কি করে? এটা তাদের দারুণ সুযোগ করে দিবে পৃথিবীর সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতে। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে রয়েছে আরব আমিরাত। মূলত সেখানে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে অনেকদিন ধরেই কাজ করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এরই ধারাবাহিকতায় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।