দর্পণ ডেস্ক :
শাকিব খান বিয়ে করেছিলেন বাংলাদেশি নায়িকা অপু বিশ্বাসকে। আব্রাম খান জয় নামের তাদের একটি পুত্রও সন্তান হয়েছে। এই নাটকীয় বিয়ের সমাপ্তি ঘটে বিচ্ছদের মাধ্যমে। এরপর গুঞ্জন ছিল আরেক নায়িকা বুবলীর সঙ্গে মন দেয়া-নেয়ার। এবার আলোচনায় শাকিব-শ্রাবন্তীর ঘনিষ্ঠতা।
অতি অল্প বয়সে মন খুইয়েছিলেন শ্রাবন্তী। রাজীব বিশ্বাসের সঙ্গে ২০০৩ সালে সেই প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। দীর্ঘ ১১ বছর এই সম্পর্ক গড়ায় বিচ্ছেদে। শ্রাবন্তীর রয়েছে একটি পুত্র সন্তান। নাম ঝিনুক। বিচ্ছেদের পর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শ্রাবন্তী, তবে সে সম্পর্কটা ছিল নেহাতই ক্ষণিকের। মুম্বাইয়ে ঘটা করে বাগদান অনুষ্ঠানের পর সে সম্পর্কও ভেঙে যায়।
শাকিব খান ও শ্রাবন্তী প্রথম ছবি করেছিলেন শিকারী। এরপর গত ঈদে মুক্তি পায় ‘ভাইজান এলো রে’। লন্ডনে শুটিংয়ের সময় মন দেয়া-নেয়া হয় তাদের। এমনটাই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম ‘জি নিউজ’।
সিনেমায় একটি দৃশ্যের শুটিংয়ের জন্য রোমান্টিক পোজ দিচ্ছিলেন শ্রাবন্তী-শাকিব। এই দৃশ্যটি শুট হয়ে গেলেও তারা নাকি দুজনে ওই একইভাবে দাঁড়িয়ে থাকেন। আর এই দৃশ্যটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পরই শ্রাবন্তী-শাকিবের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও তাদের সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করেছেন শ্রাবন্তী। শাকিব খানও পুরো বিষয়টিই গুজব বলে এড়িয়ে গেছেন। তবে শুধুই শাকিব নন, কেউ কেউ তো বলছেন শ্রাবন্তী নাকি টালিগঞ্জের এক নায়কের সঙ্গেও প্রেম করছেন। যদিও তিনি কে, তা জানা যায়নি। তবে অনেকেই এ বিষয়টি নেহাতই গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।