দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছে। বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সভা কক্ষে লালুয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাসকে শপথ বাক্য পাঠ করান পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান। ওইদিন বিকেলে কলাপাড়া উপজেলা পরিষদের সভা কক্ষে লালুয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান। উল্লেখ্য, গত ২৫ জুলাই লালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।