সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে মাছ ধরা ট্রলারসহ ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে উদ্ধার করে জেলেরা।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।উদ্ধারকৃত মরদেহ হল উপজেলার কাকচিড়ার মাঝের এলাকার আলতাফ হোসেনের ছেলে মোঃ ফরিদ ও হযরত আলীর ছেলে মোঃ আলতাফ হোসেন বলে জানান তিনি।

মোস্তফা চৌধুরী আরও জানান,ট্রলার ডুবে যাওয়ার পর ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে অনুসন্ধান চলছে।জেলেরা ট্রলারটি ভাসতে দেখে কাছে গিয়ে ব্রীজের মধ্যে ২ জনের মরদেহ দেখতে পায়।

এর আগে গত ১ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে একই জায়গায় ঝড়ের কবলে পরে ১৪ জেলেসহ বরগুনার বদরখালী ইউনিয়নের হিরু মিয়ার মালিকানা এফবি ভাই ভাই নামে ওই ট্রলারটি ডুবে যায়।সে সময় দু’ঘন্টা পর ট্রলার থেকে ফিরে আসার সময় জাহাঙ্গীর মাঝির ট্রলারের জেলেরা ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।