সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারে গণ-ডাকাতি হয়েছে।এ সময় মুক্তিপণের দাবিতে ২৫ মাঝিকে অপহরণ করেছে স্বশস্ত্র জলদস্যু বাহিনী।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য জানান।অপহ্রত জেলেদের মধ্যে জালাল মিয়া,রুস্তুম আলী,শুক্কুর মিয়া,রফিকুল,জামাল সুমন ও মাঝির নাম জানা গেছে।
মোস্তফা চৌধুরী জানান,বঙ্গোপসাগরের মেহের আলী ও দুবলারচর এলাকায় গতকাল রোববার (৫ আগস্ট) সকালে জেলে বহরে সুন্দরবনের ‘গরীবের বন্ধু ছত্তার ভাই’ বাহিনী নামক স্বশস্ত্র দস্যু বাহিনী এ হামলা চালায়, এ সময় মুক্তিপনের দাবিতে অন্তত ২৫ মাঝিকে অপহরণ করে নিয়ে যায়।তবে তারা মুক্তিপণের পরিমানের বিষয়টি জানায়নি।