দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পুর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় আক্কেলপুর নূরীয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা আঃ মান্নান (৪৫) আহত হয়েছে। শনিবার মাগরিব নামাজবাদ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক মন্নানকে ওই রাতেই পুলিশ উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহত শিক্ষক জানায়, আক্কেলপুর নূরীয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে সভাপতি রুহুল আমিন হাওলাদার আর্থিক ফায়দা লুটতে মরিয়া হয়ে আছেন। তার এই নিয়োগ বানিজ্যে বাধা দেয়ায় তার পরিবারের সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যরাও বহুবার হামলার শিকার হয়েছেন। কিছুদিন পূর্বে তার কলেজ পরুয়া পুত্র ফয়সালকে (২৩) কুপিয়ে পঙ্গু করে দিয়েছে একই দলের সন্ত্রাসীরা। তিনি আরো জানান, সর্বশেষ শনিবার রুহুলআমিনের পালিত সন্ত্রাসীরাই তাকে বেধরক পিটিয়ে ফেলে রেখে গেছে। এমনকি মসজিদের মুসুল্লিরা তাকে উদ্ধার করতে এগিয়ে না এলে তাকে মেরে ফেলা হতো।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদ হোসেন জানান, আমরা হাসপাতালে গিয়ে আহত সুপার মন্নানকে দেখে এসেছি। আমাদের কাছে লিখিত ভাবে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।