দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান, চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান রিন্টু তালুকদার ও কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেনের সমন্বিত পদক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী মোসাম্মৎ কল্পনা।

শনিবার শেষ বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের আনেছ হাওলাদার তার স্কুল পড়–য়া এই কিশোরীকে বিয়ের জন্য চুড়ান্ত প্রস্তুতি নেয়। গলাচিপা উপজেলার ডাউকা এলাকার খলিল হাওলাদারের ছেলে রুমনের সঙ্গে বিয়ের সকল আয়োজন সম্পন্নের প্রক্রিয়া শেষ হচ্ছিল। এমন সময় চেয়ারম্যানকে অবগত করান এলাকার লোকজন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করান। তিনি কলাপাড়া থানার ওসিকে বিয়ে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন। পুলিশ গিয়ে উভয়পক্ষকে নিয়ে আসেন। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ করতে সম্মত হয় উভয়পক্ষ। এমনকি কল্পনার লেখাপড়া অব্যাহত রাখবেন এমন মুচলেকায় বিষয়টি রফা হয়। ফলে আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এই কিশোরী বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেল।