পিজুষ হীরা (খুলনা প্রতিনিধি):

গতকাল খুলনাশহরের  খালিশপুরে অবস্থিত খালিশপুর জুটমিলস লি: (সাবেক পিপলস জুট মিলস) প্রকল্প পরিচালক (জি.এম.) মো:গোলাম মোস্তফা দুদক খুলনাঞ্চলের এক দল অফিসারের পাতা ফাঁদে, ঘুষ গ্রহন কালে নগদ টাকা সহ হাতেনাতে গ্রেফতার হন।

দুদকের অফিসিয়াল সুত্রে জানা যায় যে খুলনার ঐতিহ্যবাহী পিপলস জুট মিলের জি.এম.জনাব মো:গোলাম মোস্তফা জনৈক মো: নুরুল আমিন বাবু সহ মোট ০৪ জনকে কে গার্ড হিসেবে নিয়োগ প্রদানের নিমিত্তে ৮০,০০০/=টাকা ঘুষ দাবী করেন।

সে প্রেক্ষিতে মো:নুরুল আমিন বাবু সহ মোট ০৪ জনকে উক্ত পদে পদায়ন করেন।উক্ত গার্ড কমান্ডার পদে পদায়নের নিমিত্তে জি.এম. জনাব গোলাম মোস্তফা কামাল তাদের নিকট থেকে জনপ্রতি ২০০০০/=টাকা করে মোট ৮০০০০/=টাকা দাবী করলে  মো:নুরুলআমীন বাবু সহ ০৪ জন নিরাপত্তা প্রহরী নিরুপায় হয়ে  গোলাম মোস্তফা কে মোট ৮০০০০/= ঘুষ প্রদান করেন। পরবর্তীতে ঈদুল আজহার সময় আবারও প্রকল্প প্রধান জনাব গোলাম মোস্তফা কামাল, মো:নুরুল আমিন বাবুর কাছ থেকে আরও ১০০০০/= টাকা ঘুষ গ্রহন করেন। অল্প কিছুদিনের মধ্যে  আবার জনাব মো:গোলাম মোস্তফা কামাল পুনরায় তার নিকট ২০০০০/=টাকা ঘুষ দাবী করা সহ এইমর্মে ভয় দেখায় যে ,তাকে ২০০০০/=টাকা ঘুষ না দিলে তিনি অন্য একজন নিরাপত্তা প্রহরীকে গার্ড কমান্ডার হিসেবে নিয়োগ দিয়ে তাকে উক্ত পদ থেকে সরিয়ে দেবেন।এ ঘটনায় মো:নুরুল আমীন বাবু  দারুন ভাবে মর্মাহত হন। তিনি নিরুপায় হয়ে জি.এম.গোলাম মোস্তফা কামাল কে আরো ১০০০০/= টাকা ঘুষ প্রদানের সম্মতি জ্ঞাপন পূর্বক পরিচালক ,দুর্নীতি দমন কমিশন ,সমন্বিত কার্যালয়,খুলনায় যোগাযোগ করেন এবং পরিচালক জনাব মো: আব্দুল গাফফার এর তত্বাবধানে দুদকের সহকারী পরিচালক মো: শাওন মিয়া ও তরুন কান্তি ঘোষ এবং উপসহকারী পরিচালক নীল কমল পাল,খন্দকার কামরুজ্জামান ও শ্যামল চন্দ্র সেনের সমন্বিত একটি চৌকস দল ঘুষের টাকা সহ তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।