অনলাইন ডেস্ক :
রাশিয়ার কাজানে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নেমেছে ব্রাজিল এবং বেলজিয়াম। তাতে ব্রাজিলের জালে প্রথমার্ধের মধ্যেই দুই গোল দিয়ে এগিয়ে গেছে বেলজিয়াম। ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম একাদশে প্রথম বারের মতো সুযোগ পাওয়া ফার্নান্দিনহোর আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। গোল খাওয়ার পেছনে ব্রাজিল মিডফিল্ডারের অবশ্য খুব একটা দায় নেই। বেলজিয়াম ফুটবলারের মাথা থেকে বল তার গায়ে লেগে গোলে ঢুকে যায়। তাতে ১-০ গোলের লিড নেয় বেলজিয়াম। এরপর ৩১ মিনিটে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম। এবারের ব্যবধান বাড়ান ডি ব্রুইনি।
শুক্রবারের প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বেলজিয়াম-ব্রাজিলের মধ্যে যারা জয় পাবে তারা ফ্রান্সের মুখোমুখি হবে। ব্রাজিল ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেয়। এবার আবার সেমিতে যাওয়ার লড়াইয়ে মাঠে নেমেছে তারা। আর বেলজিয়াম নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয় বারের মতো সেমিতে যাওয়ার লড়াইয়ে মাঠে নেমেছে।