দিবাকর সরকার , কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বৃহস্পিতিবার রাত পোনে আটটার সময় লঞ্চঘাট মায়ের দোয়া বেডিং হাইজের সামনে থেকে ৪লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে পুলিশ আটক করেছে। ওই মাদক কারবারি টিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড নাচনাপাড়া গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে মো.ইউসুফ আলী হাওলাদার (৫৫)। কলাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মো.ইউসুফ আলী হাওলাদারকে কলাপাড়া লঞ্চঘাট মায়ের দোয়া বেডিং হাইজের সামনে থেকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এঘটনায় কলাপাড়া থানার এস আই মো.নাজমুল বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.