সদর মডেল থানা, মাদারীপুর

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে হাঁটতে বের হন। চৌরাস্তায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে আশপাশের লোকজন টের পেলে তারা পালিয়ে যায়। পরে  এতে গুরুতর অবস্থায় শিক্ষক মো. মাজহারুল ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক
চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।