চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ এরমধ্যে শেষ হয়ে গিয়েছিল ২৯ বছর বয়সি এই সেন্টার ব্যাকের। রিয়াল মাদ্রিদের সঙ্গে চার বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
নিজেদের ওয়েবসাইটে মাদ্রিদ জানায়, আগামী ২০ জুন ক্লাবের অনুশীলন ক্যাম্পে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে রুডিগারকে সবার সামনে উপস্থাপন করা হবে।’
বর্তমানে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে জার্মান জাতীয় দলের সঙ্গে রয়েছেন রুডিগার। আগামী শনিবার ইতালির মোকাবেলা করবে হ্যান্সি ফ্লিকের দল। আগামী ১৪ জুন ফের ইতালির মুখোমুখি হবার আগে ইংল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে লড়বে জার্মানি।
ভিএফবি স্টুটগার্টের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রুডিগার ২০১৭ সালে চেলসিতে যোগ দেয়ার আগে দুই বছর কাটিয়েছেন রোমায়। ২৯ মিলিয়ন পাউন্ডে তার সঙ্গে রিয়ালের চুক্তি সম্পাদিত হয়েছে বলে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।
স্টামফোর্ড ব্রিজে রুডিগার জয় করেছেন ২০১৮ সালের এফএ কাপ ও ২০১৯ সালের ইউরোপা শিরোপা। ইউরোপার ফাইনালে অবশ্য তিনি খেলেননি। তবে গত বছর থমাস টাচেলের দলের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়েও গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে লন্ডনের ক্লাবটি জানায়, চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এন্টনিও রুডিগারকে আমরা স্টামফোর্ডব্রিজ থেকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছি।’