দর্পণ ডেস্ক : নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নাটোরের সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে আলোচনা করেন নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। এছাড়া কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আগামী ১১ ডিসেম্বর নাটোর জেলার ৬-১১ মাস বয়সী ২৬৪৭২ জন আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ২২৬৪৪২ জন শিশুদের খাওয়ানো হবে। জেলার ৫২টি ইউনিয়নে মোট ২২৮৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.