দর্পণ ডেস্ক : ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত মারা গেছেন। আজ বুধবার তামিলনাড়ু রাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে মারা যান তিনিসহ ওই বাহনের ১৩ যাত্রী। নিহতদের মধ্যে তার স্ত্রী মাধুলিকা রাওয়াতও রয়েছেন। খবর এনডিটিভি।
ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইট বার্তায় এ ঘটনা নিশ্চিত করা হয়েছে। যে একজন যাত্রী এখনো জীবিত, তার শরীরেরও ৯০ শতাংশ পুড়ে গেছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। বিপিন রাওয়াতকে নিয়ে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) এমআই-১৭ হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইনস্টিটিউশনে যাচ্ছিল। সেনা কপ্টারটিতে বিপিন ছাড়াও তার স্ত্রী মাধুলিকা রাওয়াত, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাইলটসহ মোট ১৪ জন যাত্রী ছিলেন। ভেঙে পড়ার পরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাহাড়ের পাদদেশে আছড়ে পড়েছে হেলিকপ্টারটি। আগুন ধরে যাওয়ার কারণে ধোঁয়ায় উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.