দর্পণ ডেস্ক : অবশেষে নিরাপদেই ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার ভোর ৬টার দিকে টাইগারদের বহনকারী বিমানটি দেশটির রাজধানী মাস্কটে পৌঁছায়। ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ডুবে গেছে মাস্কটের নানা গুরুত্বপূর্ণ স্থান। তবে দেশটিতে নিরাপদেই পা রেখেছে রিয়াদবাহিনী।
এর আগে গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। ওমানে পৌঁছেই একদিনের রুম কোয়ারেন্টাইনে চলে গেছে টাইগাররা। এরপর আগামীকাল থেকে শুরু হবে অনুশীলন। চারদিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। আইপিএল খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতেই থাকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দলের সঙ্গে যোগ দেবেন ৯ অক্টোবর। ১১ অক্টোবরই দল নামবে অনুশীলনে। এরপর ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.