দর্পণ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চলতি মাসেই আরো আড়াই কোটি ডোজ করোনা টিকা দেশে আসবে। তিনি বলেছেন, এ মাস থেকে করোনা প্রতিরোধী টিকা দেয়ার কার্যক্রম আরও বেগবান হবে। চলতি মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে। এর মধ্যে দুই কোটি সিনোফার্মের এবং বাকি ৫০ লাখ ফাইজারের টিকা আসবে। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
করোনার সংক্রমণ কমে যাওয়ায় রাজধানীর কোভিড হাসপাতালের অধিকাংশ বেড ফাঁকা হয়ে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালের সব মিলিয়ে ১৭ হাজার বেড ছিল। এখন সেখানে ১২ থেকে ১৪ হাজার বেডই খালি হয়ে গেছে। যার মধ্যে ঢাকায় ৭৫ ভাগ খালি হয়েছে। করোনা সংক্রমণ কমে যাওয়ার এগুলো খালি হয়েছে। খালি হওয়া এই বেডগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেয়া হবে বলেও জানান তিনি।
১৮ অনূর্ধ্ব শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ বছর বেশি বয়সী শিশুদের টিকা দেয়ার ব্যাপারে ডব্লিউএইচও-র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোন দেশেই তারা এর (শিশুদের টিকা দেয়ার) অনুমোদন দেয়নি। যেসব দেশ দিচ্ছে তারা নিজেদের মতো করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির (কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি) অনুমোদনেরও প্রয়োজন আছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.