দর্পণ ডেস্ক : হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সায়রা বানু। সোমবার এ খবর জানিয়েছেন প্রবীণ অভিনেত্রীর পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি।
গত ২৮ আগস্ট প্রবল শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ নিয়ে মুম্বাইয়ের খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউ বিভাগে। তবে কোভিডের কোনো লক্ষ্মণ তার শরীরে দেখায় দেয়নি। ফারুকি সোমবার নেটমাধ্যমে আরও জানিয়েছেন, এখন শ্বাসকষ্ট নেই সায়রার। বাড়িতে ফিরেছেন তিনি।
তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত প্রবীণ অভিনেত্রী। জটিল করোনারি সিনড্রোমে ভুগছেন তিনি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.