দর্পণ ডেস্ক : আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের আধিপত্যের অবসান ঘটায়, সব মার্কিন সেনা প্রত্যাহারের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই আমি।
গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে ভাষণে সেনা প্রত্যাহারের জন্য সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে জো বাইডেন বলেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আমেরিকার সেরা সিদ্ধান্ত।
জো বাইডেন আরও বলেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই আমি। আফগান যুদ্ধের পরিধি আমেরিকার সরকার আর দীর্ঘ করতে চায় না।
এর আগে ৩০ আগস্ট শেষ মার্কিন বিমান ছেড়ে যায় কাবুল বিমানবন্দর। ফলে আফগানিস্তান অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এরমধ্য দিয়ে শেষ হয়েছে দেশটিতে আমেরিকার দীর্ঘ ২০ বছরের সামরিক অভিযান।