দর্পণ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় বাস খাদে পড়ে ২ শিশুসহ অন্তত ৩২ জনের প্রাণ গেছে। এছাড়া ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার লিমার পূর্বাঞ্চলে ক্যারাতেরা সেন্ট্রাল রোডের সরু অংশ পেরোতে গিয়ে একটি বাস পাথরের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসটি ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় ৩ ও ৬ বছর বয়সী শিশুসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গত চার দিনের মধ্যে পেরুতে এনিয়ে তিনটি বড় ধরনের দুর্ঘটনা ঘটলো। দুদিন আগে একই রকম বাস খাদে পড়ার ঘটনায় মারা যায় ১৭ জন। এছাড়া রোববার দুটি নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়।