দর্পণ ডেস্ক : আর কিছুদিনের অপেক্ষা। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে ঘিরে দেশটিতে চলছে তুমুল প্রচারণা।
মার্কিন নির্বাচনের জন্য চলমান বিতর্ক বন্ধ করার আহ্বান জানিয়ে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, ‘ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী জো বাইডেনকে ভোট দেয়া উত্তম সিদ্ধান্ত হবে আমেরিকানদের। কোনভাবেই আমরা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করতে পারছি না’।
রিপাবলিকান এ প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হলে তার এসব নীতি-কৌশল যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে বলেও সতর্ক করেছেন মিশেল। ট্রম্পকে ‘বর্ণবাদী’ প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তার কঠোর সমালোচনা করেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।
তার দাবি, ট্রাম্পের নীতি ও কৌশল জনগণের মধ্যে আতঙ্ক ও বিভক্তি তৈরি করে, ষড়যন্ত্র তত্ত্বের প্রসার ঘটিয়েছে।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের সমর্থনে মঙ্গলবার (৬ অক্টোবর) ২৪ মিনিটের একটি ভিডিও বার্তা দিয়েছেন মিশেল ওবামা।
সেখানে করোনা মহামারি, বর্ণবাদসহ বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কঠোর সমালোচনা করেন তিনি।
মিশেল বলেন, ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্ররা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের মধ্যে ভীতি তৈরি করছেন।