দর্পণ ডেস্ক : দেশজুড়ে করোনাভাইরাসের বিস্তার রোধ করতে ইতালিতে বাড়ির বাইরে সর্বত্রই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে ইতালি সরকার। খবর বিবিসির।
কর্তৃপক্ষ বলছে, নিজের বাড়ি ছাড়া যে কোনো অভ্যন্তরীণ অনুষ্ঠান বা লোকজনের সমাগমেও মাস্ক পরতে হবে। অর্থাৎ ঘর থেকে বাইরে গেলেই প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।
চীনে করোনা ছড়িয়ে পড়ার পরপরই ইতালিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে এই ভাইরাস। ইতালি যেন এক মৃত্যুপুরী হয়ে উঠেছিল। তবে গত কয়েক মাসের প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ইতালি প্রশাসন।
বর্তমানে ইউরোপের অনেক দেশের তুলনায় ইতালিতে করোনা সংক্রমণ অনেক কমতে দেখা গেছে। দেশটিতে সংক্রমণের গতিও অনেকটা ধীর।
ইতালির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে বলেছেন, অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক লকডাউনে ফিরে আসা এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার দরকার ছিল।